হোম জাতীয় বিএসএমএমইউতে চিকিৎসা নিলেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উচ্চ রক্তচাপ ও ভার্টিগোর সমস্যার কারণে হাসপাতালে যান তিনি।

এ সময় মন্ত্রীর শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেগুলোর রিপোর্ট বুধবার দেয়া হবে বলে সময় সংবাদকে জানান মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. শেখ ফয়েজ আহমদ। মন্ত্রীর সঙ্গে তার স্ত্রীও শারীরিক পরীক্ষার জন্য বিএসএমএমইউতে গিয়েছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে ভারতে গেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সোমবার ভারতে যান তিনি। এ সফরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের যাওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি বলে জানানো হয়।

রোববার রাত থেকে পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়েন। রাতেই ব্যক্তিগত চিকিৎসক তাকে দেখে আসেন। এরপর মঙ্গলবার বিএসএমএমইউতে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান পররাষ্ট্রমন্ত্রী।

ফয়েজ আহমেদ মঙ্গলবার সন্ধ্যায় সময় সংবাদকে বলেন, মন্ত্রী স্যার সকালে বিএসএমএমইউতে এসেছিলেন। উনার পেশার বেশি ছিল। মাথা ঘুরছিল। হাসপাতালে স্যারের ইসিজি করা হয়। অনেকগুলো রক্তের পরীক্ষাও করা হয়। উনি দীর্ঘদিন, হাইপারটেনশন, ডায়াবেটিসে ভুগছিলেন। মাঝে উনি তুরস্ক থেকে আসার সময় প্লেনে অজ্ঞান হয়ে পড়েন। কিছুদিন উনি ক্লিনিকে ভর্তিও ছিলেন। এ সবের কারণে উনি আজ ফলো-আপ চিকিৎসার জন্য এসেছিলেন। মন্ত্রীর করোনারি এনজিওগ্রাম করতে হতে পারে। আগামীকাল রিপোর্ট পেলে চিকিৎসকেরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন