হোম রাজনীতি বিএনপির সিনিয়র নেতাদের আদেশ বাস্তবায়ন করেছেন মাঠপর্যায়ের কর্মীরা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপি শুরু থেকেই আক্রমণাত্মক ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দলটির সিনিয়র নেতাদের আদেশ বাস্তবায়ন করেছেন মাঠপর্যায়ের কর্মীরা।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না। দলটির শীর্ষ নেতাদের সিদ্ধান্তে প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, নারীদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যার মতো ঘটনা ঘটেছে।’

মন্ত্রী বলেন, বিএনপি একের পর এক সহিংসতা ও অগ্নিসংযোগ করে যাচ্ছে। তারা আমাদের পুলিশ হাসপাতালে আগুন দেয়, হাসপাতালের গাড়ি পুড়িয়ে দেয়। এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। সমাবেশের নামে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। বিএনপির উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশে যারা যাবে তাদের মারধর করা।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কিছু উন্নত প্রযুক্তির গোপন ক্যামেরা রাস্তায় সেট করেছিলাম। সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে, যাতে এসব সহিংসতার কোনো আলামত না থাকে। তারপরও আমাদের হাতে বেশকিছু আলামত আছে। আমরা চেষ্টা করছি সেগুলো দেখে সহিংসতাকারীদের শনাক্ত করতে।’

‘নেতারা যেভাবে নির্দেশনা দিচ্ছিল, কর্মীরা সেভাবে সহিংসতা করেছে; এ জন্য নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। পুলিশের তদন্তে নির্দোষ প্রমাণ হলে তারা খালাস পাবে। আর না হলে তাদের নামে চার্জশিট হবে,’ যোগ করেন মন্ত্রী।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন