হোম রাজনীতি বিএনপির মুখে মানবাধিকারের বুলি মানায় না: তথ্যমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে। অথচ তারা আজকে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেই ধ্বংসযজ্ঞের পর তাদের মুখে মানবাধিকারের বুলি মানায় না।

শনিবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

আজকে বাংলাদেশে যেভাবে মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হচ্ছে, মানুষের অধিকারকে বাধাগ্রস্ত করা হচ্ছে, দেশের সাধারণ মানুষকে জিম্মি করে হচ্ছে-সেই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে এই সমাবেশ বলে জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, একদিকে তারা (বিএনপি) দেশে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ পোড়াচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে ফিলিস্তিনে পাখির মত মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত ইসরাইলের বিরুদ্ধে একটি কথাও বলে নাই। ইসরাইলের মতো তারাও পুলিশের ওপর হামলা করেছে, হাসপাতালে হামলা করছে।

বিএনপি নাকি সারাদেশে মানববন্ধনের ডাক দিয়েছে। আজকে বিএনপি সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেই ধ্বংসযজ্ঞের পর তাদের মুখে মানবাধিকারের বুলি মানায় না বলেও জানান তিনি।

বিএনপি যদি মানবাধিকারের কথা বলে, তারা যদি সারা দেশে বিশৃঙ্খলা চালানোর চেষ্টা করে তবে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তথ্যমন্ত্রী।

যারা বাংলাদেশে পেট্রোল বোমার রাজনীতি করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

বাংলাদেশে কিছু মানবাধিকার সংগঠন, তারা কিছু হলেই বিবৃতি দেয়- এখন তাদের বিবৃতি কই? এখন যে দেশে ধংসাত্মক কর্মকাণ্ড চালানো হচ্ছে, তাদের বিরুদ্ধে বিবৃতি কোথায়? তারাও কী বিএনপির মতো গর্তে লুকিয়েছে কিনা এমন প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন