রাজনীতি ডেস্ক:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধের বিরোধী, এদের মনের মধ্যে পাকিস্তান ঘুরে বেড়ায়, তাই বঙ্গবন্ধুর ম্যুরালে হামলা করে। তারা মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা করেছে।
শনিবার (১৭ জুন) বিকেলে চট্টগ্রামের জামালখানে গেল ১৪ জুন যুবদলের তারুণ্য সমাবেশ থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা এখনও বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তাদের নেতারা সুযোগ পেলেই ব্যর্থ রাষ্ট্র পাকিস্তানের গুণগান গায়। এ থেকেই বোঝা যায় তারা কতোটা মুক্তিযুদ্ধবিরোধী অবস্থানে আছে।’
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান। ১৯ জুন দেশব্যাপী মুক্তিযোদ্ধারা এ হামলার বিচারের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে বলে জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা উপস্থিত ছিলেন।
