হোম রাজনীতি বিএনপির বর্তমান-ভবিষ্যৎ সবই অন্ধকার: কাদের

রাজনীতি ডেস্ক:

বিএনপির বর্তমান-ভবিষ্যৎ সবই অন্ধকার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সব কর্মসূচি ভুয়া দাবি করে ওবায়দুল কাদের বলেন, ফাইনাল খেলা হয়ে গেছে৷ খেলা শেষ৷ এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে৷

তারেক জিয়ার কথা কেউ শোনে না দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি একটা ভুয়া দল৷ তাদের নেতা ডাকে লন্ডন থেকে, কেউ তার কথা শোনে না৷ বিএনপির বর্তমান-ভবিষ্যৎ সব কিছুই অন্ধকার৷

এর আগে সমাবেশস্থলে যোগ দিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসি ও শাহবাগে জড়ো হতে থাকেন। অনেকে জাতীয় পতাকা মাথায় বেঁধে আসেন। অনেকে আবার নৌকার ক্যাপ মাথা দিয়ে বিভিন্ন সাজে সাজেন।

সমাবেশ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন