হোম জাতীয় বিএনপির প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’, যুবদল নেতার মামলা

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন বিএনপির প্যাডে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মৃত’ হিসেবে উল্লেখ করে নতুন স্লোগান সংযুক্ত করায় থানা বিএনপির দুই নেতার বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেছেন যুবদলের এক নেতা।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ-অঞ্চল আদালতে এ মামলা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা।

মামলায় আসামি করা হয়েছে সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেনকে।

মামলার বাদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানা সময় সংবাদকে জানান, সোনারগাঁ থানার ১০টি ইউনিয়নে বিএনপির নবগঠিত কমিটির প্যাডে ‘খালেদা জিয়া অমর হোক’ স্লোগান সংযুক্ত করে রাতের আঁধারে প্যাড ছাপিয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৃত হিসেবে ঘোষণা করা হয়েছে, যা অমার্জনীয় ভুল ও অপরাধ। কারণ, কোনো জীবিত মানুষের ক্ষেত্রে ‘অমর’ শব্দ ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ওই ইউনিট কমিটিগুলোর অনুমোদন দেন থানা বিএনপির বিতর্কিত কমিটির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেন। তিনি দাবি করেন, ‘তারা দলীয় প্যাডে অমর শব্দ ব্যবহার করে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করে তাকে বিতর্কিত করা হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি নষ্টসহ জাতীয়তাবাদী দলের শক্তিকে অপমান করা হয়েছে বলে আমার মনে করছি। তাই এ ঘটনায় যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশসহ আদালতে মামলা করেছি। আমি আশা করি, আদালতে ন্যায়বিচার পাব।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহিম সময় সংবাদকে জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মহসিনের আদালত মামলাটি গ্রহণ করে আমলে নিয়েছেন। একই সঙ্গে তদন্ত করে পরবর্তী শুনানির তারিখ ২১ মার্চের পূর্বে প্রতিবেদন দাখিল করতে সোনারগাঁ থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘রাতে প্রেসের (ছাপাখানা) লোকেরা এটি ভুল করেছে। বিষয়টি নজরে আসামাত্রই আমরা তাদের ভর্ৎসনা করেছি এবং দ্রুত প্যাড সংশোধন করে পরিবর্তন করেছি। সংশোধনের পর সঠিক কাগজটি চূড়ান্ত করে সব জায়গায় পাঠানো হয়েছে। তারপরও তাদের এ ভুলের জন্য আমরা আন্তরিকভাবে লজ্জিত ও ক্ষমা প্রার্থী।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন