হোম অন্যান্যসারাদেশ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নড়াইলে কর্মী সমাবেশ

নড়াইল অফিস :

নড়াইলে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাড়ির উঠানে শিরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসাবে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন নেওয়াজ হালিমা সারলী, সাংগঠনিক সম্পাদক তসলিমা খাতুন সন্ধ্যা, নডাইল জেলা বিএনপি’র সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ স্থানীয় বিনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ।

এ সময় কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা অচিরেই করতে হবে। না হলে দেশব্যাপি অন্দোলনের মাধ্যমে চেয়ারপার্সনকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন