হোম রাজনীতি বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণ হলে বাঁধা দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজনীতি ডেস্ক:

বিএনপির কর্মসূচিতে ঢাকা অচল হবে না বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

২৮ অক্টোবরের দুই দলের রাজনৈতিক কর্মসূচির দিন যত ঘনিয়ে আসছে উদ্বেগ উৎকণ্ঠা তত বাড়ছে। পরিস্থিতি নিয়ে জানতে রোববার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রায় আধঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে বা ঢাকার আসা-যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কি না জানতে চেয়েছেন পিটার হাস। আমরা জানিয়েছি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাঁধা দেয়া হবে না।

এ সময় রাজপথ দখলে রাখতে দুই দলের বক্তব্য রাজনৈতিক বলে মন্তব্য করেন তিনি।

যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে, যেন ঢাকা অচল না হয়। রাস্তাঘাট সচল রাখতে পুলিশ কাজ করবে। ২৮ তারিখ ঢাকা অচল করতে দেয়া হবে না।

এ সময় নির্বাচনকালীন সরকার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

রাষ্ট্রদূতরা অর্থ খরচ করে নিজেদের নিরাপত্তায় আনসার ও পুলিশ সদস্য রাখতে পারবেন বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, পিটার হাসের সঙ্গে রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। কিছু দেশ রোহিঙ্গাদের আশ্রয় দিতে আগ্রহী বলে জানিয়েছি। এছাড়া পূজার নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন হাস। শান্তিপূর্ণভাবে উদযাপনে সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন