হোম অন্যান্যসারাদেশ বিএনপির আন্দোলন দেশের মানুষের শান্তির জন্য : মির্জা আব্বাস

অনলাইন  ডেস্ক :

বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করবে না, দেশের মানুষের মুক্তির জন্য ও দেশের মানুষের শান্তির জন্য বিএনপি নির্বাচন করবে, আন্দোলন করবে’ বলে মন্তব্য করেছেন বিএনএপি স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত বিভাগীয় পদযাত্রা শুরুর আগে শহরের টাউন হল মোড়ের সমাবেশে এসব কথা বলেন মির্জা আব্বাস।

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা পদযাত্রা করছি এই কারণে যে, বাংলাদেশের জনগণকে মুক্ত করতে হবে, এদেশের মানুষের কথা বলার অধিকার দিতে হবে, ভোটের অধিকার দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

আইশৃঙ্খালা বাহিনীর সদস্যদের প্রশ্ন করে মির্জা আব্বাস বলেন, ‘আপনাদের পরিবার কি কষ্টে নেই? সাধারণ মানুষ সবাই আজ দ্রব্যমূল্যবৃদ্ধির কুফল ভোগ করছে। যারা শান্তি সমাবেশ করছেন, লুটপাট করা ছাড়া বাংলাদেশের মানুষ সবাই আজ কষ্ট করছে।’

মীর্জা আব্বাস আরও বলেন, ‘দেশে গণগ্রেপ্তার ও গায়েবি মামলা চলছে। তাই এই সরকারকে বিদায় করতে হবে। এজন্য রাজনীতির যুদ্ধে নামতে হবে। যুদ্ধে না নামলে সরকারকে সরানো যাবে না। বিএনপি কর্মসূচি দিলেই তারা (আ.লীগ) শান্তি সমাবেশ করে। আশান্তির সৃষ্টি করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় গেছে ততবার আশান্তি সৃষ্টি করেছে।’

মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহামান, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহসাংগাঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, ওয়াহাব আকন্দসহ স্থানীয় নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন