হোম ফিচার ‘বিএনপিকে নির্বাচনে আনতে সরকার বিদেশিদের কাছে দৌড়াচ্ছে’

রাজনীতি ডেস্ক :

বিএনপিকে নির্বাচনে আনতে বর্তমান সরকার বিদেশিদের কাছে ছুটে বেড়াচ্ছে। এরইমধ্যে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে দৌড় শুরু করেছে। নিজেরা ক্ষমতায় টিকে থাকতে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে জবাবদিহিমূলক নির্বাচন হতে হবে। তবেই বিএনপি অংশ নেবে। আওয়ামী লীগের এসব অপকর্মকে সমর্থন দেবে না তার দল।’

জোর করে ক্ষমতায় টিকে থাকা বর্তমান সরকারের জনগণের কাছে দায়বদ্ধতা নেই। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘সরকারের লক্ষ্য থাকে দুর্নীতি আর টাকা কামানো। টেস্ট, টিকা সবক্ষেত্রেই দুর্নীতি ও লুটপাটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। সরকারের মদতপুষ্টদের লাভবান করতে দুর্নীতি করছে সরকার।’

তিনি বলেন, ‘সরকারি হাসপাতালের ভয়াবহ অবস্থা। সেদিকে নজর নেই সরকারের। তাদের নজর শুধু মেগা প্রজেক্টে, যেখানে লুট করা যায়।’ এতে মেগা অর্থ পকেটে আসে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা নেই। সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন