হোম রাজনীতি বিএনপিকে আবারও বৈঠকে বসার আমন্ত্রণ ইসির

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী শনিবার (৪ নভেম্বর) নির্বাচনের প্রস্তুতি বিষয়ে জানাতে বিএনপিসহ ৪৪টি দলকে বৈঠকের জন্য চিঠি দেয়া হয়েছে।

বুধবার (১ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক বিএনপিসহ অন্য দলগুলোকে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, শনিবার আওয়ামী লীগসহ ২২টি দলের সঙ্গে সকালে এবং বিএনপিসহ ২২টি দলের সঙ্গে বিকেলে বৈঠকের কথা রয়েছে।

এর আগেও সংলাপে বসার জন্য বিএনপিকে চিঠি দিয়েছিল ইসি। এছাড়া আলোচনা বসতে স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ডিও লেটারও (আধা সরকারি পত্র) পাঠিয়েছেন।

তবে বিএনপি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া দেয়নি, বরং দলটির পক্ষ থেকে ইসির পুনর্গঠন দাবি করা হয়েছে।

বিএনপি মহাসচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বিধান অনুসারে একাদশ জাতীয় সংসদের মেয়াদপূর্তির কারণে আগামী ২৮ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার করার বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের মূল অংশীজন নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্ব প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আগামী ৪ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’

ইসির পক্ষ থেকে সভায় দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা মনোনীত দুই জন প্রতিনিধিকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন