হোম Uncategorized বিএনপি সমর্থিত মেয়রসহ কাউন্সিলরদের ভোট বর্জন

 মোংলা প্রতিনিধি :

কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর দুই ঘন্টার মাথায় মোংলা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিলরা ভোট বর্জন করেছেন। শনিবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় বিএনপির মেয়র প্রার্থী মোঃ জুলফিকার আলী নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের কথা জানান। এসময় বিএনপি সমর্থিত সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ভোট শুরুর সাথে সাথেই প্রতিটি কেন্দ্রে দখল করে আ’লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখিয়ে এবং সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে তার এজেন্ট বের করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন এই মেয়র প্রার্থী। এসময় মেয়র দাবি করেন, প্রশাসনের সহযোগিতা চেয়ে তিনি পাননি। ভোটের আগের দিন রাতভর তার কর্মি সমর্থকদের বাড়ীতে দূর্বত্তরা হামলা ও মারধর করেছে বলে দাবি করেন। তিনি বলেন, স্বাধীন দেশে এই রকম পরিবেশ হতে পারেনা, পুরোপুরি বাকশাল কায়েম করা হয়েছে। গত রাতে তার ২৭ জনসহ অর্ধশত লোকজনকে মারধর করে আহত করা হয়েছে। কাউন্সিলর প্রার্থী মোঃ হোসেন ও আলাউদ্দিন বলেন, ভোটারদের উপস্থিতি ভাল থাকলেও তাদেরকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হয়েছে।

অপর কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম বলেন, র‌্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেস কøাব সভাপতিসহ মিডিয়ার অনেক ভাইকেও লাঞ্চিত হয়েছে। এছাড়া অনেক সতন্ত্র কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে জানা গেছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন