হোম জাতীয় বিএনপি যোগ-বিয়োগ হিসাব বোঝে না: মতিয়া চৌধুরী

জাতীয় ডেস্ক :

দীর্ঘ সাত বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি যোগ-বিয়োগের হিসাব বোঝে না, ওরা রিজার্ভের হিসাব বুঝবে কী করে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক এমপি। এতে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি। পুরনো কমিটি বিলুপ্ত করে প্রথম অধিবেশন সমাপ্ত করা হয়।

অন্য এক প্রশ্নের জবাবে বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপির সমাবেশকে ঘিরে সরকার কেন গাড়ি বন্ধ করতে যাবে। বিভিন্ন গণতান্ত্রিক দাবি নিয়ে তারা ধর্মঘট ডাকছে। গাড়ি বন্ধ সরকার করে না, এটা বাস মালিক সমিতির সিদ্ধান্ত।

এর আগে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে ভাষণ কালে তিনি বলেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই বার ও মদের লাইসেন্স দিয়েছে।

এ সময় খালেদা জিয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, যে ইন্টারনেট সংযোগ দিয়ে আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলেন, তা শেখ হাসিনা দিয়েছে।

এ উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন বিকেল ৪টায় শেষ হয়। দ্বিতীয় অধিবেশন শুরু হয় সন্ধ্যা সাতটায়। দ্বিতীয় অধিবেশন শেষে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক। নতুন কমিটিতে সভাপতি হিসেবে সর্বোচ্চ জায়গা করে নিয়েছেন মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়াজ করুনী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন