হোম চট্টগ্রাম বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় মামলা

বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন ও শিশু নিহতের ঘটনায় মামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতার ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ও এতে পুড়ে সাত বছরের শিশু আয়েশা আক্তার নিহতের ঘটনার চার দিন পর থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের পিতা ও বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় এ মামলা করেন। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ।

‎বিএনপি নেতা বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক।

‎জানা গেছে, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন চরমনসা এলাকায় নিজ ঘরে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত শিশু আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার দুই মেয়ে। পরে স্থানীয়রা অগ্নিদগ্ধ অবস্থায় তিন জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিথী আক্তার ও স্মৃতি আক্তারকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থায় আশঙ্কাজনক। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে।

‎এদিকে ঘটনার চার দিনেও দোষীরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারাসহ স্থানীয়রা।

‎লক্ষ্মীপুর সদর থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ঘরে আগুন দেওয়ার ঘটনায় নিহত আয়েশার বাবা বিএনপি নেতা বেলাল হোসেন মামলা করেছেন। ইতিমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনার প্রকৃত আসামিদের শনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।

এদিকে এ ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেলাল হোসেনকে দেখতে ছুটে আসেন। এ সময় তারা তারেক রহমানের পক্ষে বেলাল হোসেনের হাতে চার লাখ টাকার তুলে দেন। পরে তারা বেলাল হোসেনের বাড়িতে যান এবং বেলালের স্ত্রীর সঙ্গে কথা বলেন। এ সময় তাদের চিকিৎসার ও ঘর নির্মাণের সম্পূর্ণ ব্যবস্থার আশ্বাস দেন এ্যানি। পরিদর্শনকালে বিএনপি নেতারা বেলালের নিহত মেয়ে আয়েশা আক্তারের কবর জিয়ারত করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন