হোম ফিচার ‘বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে’

রাজনীতি ডেস্ক :

বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বৃহস্পতিবার (০২ জুন) আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে যুব মহিলা লীগ আয়োজিত সমাবেশে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার পর বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা সারা দেশে নৈরাজ্যের চেষ্টা করছে।

এদিকে পদ্মা সেতু উদ্বোধনের দিন যে উৎসব হবে সেটির স্থান পরিদর্শন করেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, উদ্বোধনের দিন পদ্মা পাড়ে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

কয়েকদিন ধরেই উত্তপ্ত রাজনীতির মাঠ। একে-অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা।

সকালে জাতীয় প্রেসক্লাবে যুব মহিলা লীগের মানববন্ধন ও সমাবেশে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, পদ্মা সেতু এখন স্বপ্ন নয় বাস্তব, আর সেটিই সহ্য হচ্ছে না বিএনপির।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া, তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (পলাতক) ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে, এজন্য তারা সমগ্র বাংলাদেশে ভিন্ন রকমের একটা পরিস্থিতির অপচেষ্টা চালাচ্ছে।

একই সমাবেশে অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, গণতন্ত্র মানলে নির্বাচন কমিশনের কথা মানতে হবে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব নির্বাচন চান, তবে কোন পথে হাঁটবেন সিদ্ধান্ত নিতে হবে। ষড়যন্ত্রের পথে হাঁটবেন, না গণতন্ত্রের পথে হাঁটবেন। যদি গণতন্ত্রের পথে হাঁটেন তাহলে নির্বাচন কমিশনকে মানতে হবে।

এদিকে, আগামী ২৫ জুন হবে পদ্মা সেতুর উদ্বোধন। এ জন্য মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি পরিদর্শনে যায় আওয়ামী লীগের একটি দল।

পরিদর্শন শেষে নেতারা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে কঠোর হাতে দমন করবে আওয়ামী লীগ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন