নিজস্ব প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাতক্ষীরায় তেমন কোন প্রভাব পড়েনি। রবিবার সকাল থেকে সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাস সহ অন্যান্য যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, অন্যান্য দিনের তুলনায় সড়কে যান চলাচল কিছুটা কম লক্ষ করা গেছে। দোকান-পাট, সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা রয়েছে। হরতালের সমর্থনে কোথাও কোন পিকেটিং বা মিছিল করতে দেখা যায়নি। এদিকে, যে কোন ধরনের নাশকতা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন।
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ জানান, বাস মালিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে সাতক্ষীরার সকল রুটে বাস-মিনিবাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং সকাল থেকেই সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি আরো জানান, জনবিরোধী এই হরতালে বাস মালিক-শ্রমিকরা কখনও সাড়া দেবেন না। তারা এ হরতাল প্রত্যাখ্যান করেছেন।