হোম জাতীয় বিএনপি-জামায়াতের অপপ্রচার ঠেকাতে প্রস্তুত আ.লীগ

জাতীয় ডেস্ক :

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতের যেকোনো অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের উপকমিটির ২২তম সভায় সদস্যরা এ কথা জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. হোসেন মনসুরের সভাপতিত্বে এবং কমিটির সদস্যসচিব, দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় উপকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে আয়োজিত ১১টি উপকমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত কমিটির সদস্যরা বিএনপি-জামায়াত শাসনামলে দেশের বিদ্যুৎ পরিস্থিতির বেহাল দশা, দুর্নীতিতে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়াসহ হাওয়া ভবনের নামে প্যারালাল প্রশাসন গঠনের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেয়ার ইতিহাসগুলো দেশের তরুণ সমাজের মাঝে তুলে ধরার কথা জানান।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর টার্গেট করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাতে পারে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের সব অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’

তিনি বলেন, আগামী নির্বাচন সামনে দেশে রেখে নানান গুজব-অপপ্রচার ছড়াতে চাইবে বিএনপি-জামায়াত। এদের যেকোনো গুজব-অপপ্রচার ঠেকাতে প্রস্তুত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

চতুর্থ শিল্পবিপ্লব নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে শেষ করতে কাজ করায় সব সদস্যকে ধন্যবাদ জানানো হয়।

আন্তর্জাতিক কনফারেন্সের সংবাদ দেশ-বিদেশে ব্যাপক প্রচার করায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিবাচক সংবাদগুলো আরও বেশি বেশি প্রচারের আহ্বান জানান প্রকৌশলী মো. আবদুস সবুর।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন