জবি প্রতিনিধি:
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগ।
রোববার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের নেতৃত্বে ক্যাম্পাস থেকে এ মিছিল বের হয়।
এরপর রায়সাহেব বাজার ,কবি নজরুল কলেজ ও বাংলাবাজার মোড় ঘুরে পুনরায় ক্যাম্পাসে প্রবেশ করে তারা।
এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপোষহীন। বিএনপি বরাবরই ধ্বংসাত্মক রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রই বিএনপির মূল চালিকাশক্তি। বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করতে ও দাঁতভাঙা জবাব দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে।
জবি শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, সাধারণ মানুষ সন্ত্রাসী দল বিএনপির ডাকা হরতাল প্রত্যাখান করেছে। আমরা ছাত্রসমাজ বিএনপির এই হরতাল এবং নৈরাজ্য রুখে দেয়ার জন্য সর্বদা প্রস্তুত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকার মানুষের জানমাল রক্ষা করার জন্য আমরা সকাল ৬ টা থেকে মাঠে আছি। কোন প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা তাদেরকে কঠিন ভাবে প্রতিহত করবো।