হোম খেলাধুলা বার্সার সুদিন ফেরার আশায় জাভি

খেলাধূলা ডেস্ক :

দুঃসহ একটা মৌসুম পার করেছে বার্সেলোনা। লিওনেল মেসি ঘর ছাড়ার পর থেকেই সাফল্য পাচ্ছে না কাতালানরা। এ মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে নিতে আপ্রাণ চেষ্টা করছে বার্সা। বুন্দেসলিগায় বায়ার্নের সাফল্যের কারিগর এ পোলিশ তারকা যোগ দিলে সুদিন ফিরবে বার্সায়। এমনটাই আশা জাভির।

গেল মৌসুমে ৩৮ ম্যাচশেষে ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে মৌসুম শেষ হয়েছে বার্সার। দীর্ঘদিন পর শিরোপা ছাড়াই কেটেছে কাতালানদের। কোম্যানকে বিদায় করে সাফল্য আনতে পুরোনো ছাত্র জাভির হাতে কাতালানদের তুলে দিয়েছেন হুয়ান লাপোর্তা। কিন্তু জাভিও পারেননি এখনও প্রত্যাশিত সাফল্য আনতে।

অর্থনৈতিক সঙ্কটে টালমাটাল বার্সেলোনা। সমস্যা সমাধানে নানাভাবে চেষ্টা করছেন লাপোর্তে। শত সমস্যা পেছনে ফেলে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় বার্সেলোনা। প্রাক মৌসুমের প্রথম প্রস্তুতিতে ফুটবলারদের চোখেমুখেও ছিল স্বস্তির ছাপ। এ মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে তারকা স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কিকে নিতে আপ্রাণ চেষ্টা করছে বার্সা।

সে সঙ্গে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়াকে নিতে চাইছে কাতালানরা। এখনও চূড়ান্ত হয়নি। তবে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে ক্লাবটি। তারা অপেক্ষায় আছে বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে শেষ একটা প্রস্তাব পাওয়ার। তাকে দলে ভেড়াতে পারলে দল ঘোচানোর ষোলো কলা পূর্ণ হবে জাভির।

এদিকে বার্সেলোনা থেকে ধারে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ডিফেন্ডার ক্লেমেন্ট লংলে। ২০১৮ সাল থেকে কাতালানদের ডেরায় আছেন এই ফরাসি ডিফেন্ডার। বার্সার হয়ে খেলেছেন ১০০টি ম্যাচ। এ মৌসুমে তার প্রতি আগ্রহ দেখায় টটেনহ্যাম। তাই তাকে এ মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে বার্সা। ২৭ বছর বয়সী এই ডীফেন্ডার ন্টটেনহ্যামে যোগ দিয়েছেন এরইমধ্যে। দক্ষিণ কোরিয়ায় স্পারদের প্রাক মৌসুম সফরে খেলবেন লংলে।

এদিকে বার্সেলোনায় খেলার আশায় অনেকদিন তীর্থের কাকের মত বসে ছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। পিএসজিতে ৭ বছর কাটানোর পর কদিন আগে শেষ হয়েছে চুক্তি। ফ্রি এজেন্ট মারিয়াকে বার্সেলোনায় আশা দেখিয়ে ঝুলিয়ে রাখেন জাভি। তবে য়্যুভেন্তাসে সুযোগ পেয়েই জাভিকে দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন আর্জেন্টাইন তারকা। ডি মারিয়াকে পেয়ে মহাখুশি সিরিআ;র ক্লাবটি। মারিয়া নিজেও য়্যুভেন্তাসে যোগ দিয়ে সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। প্রিয় তারকার হাত ধরে এ মৌসুমে ভাল খেলবে ওল্ড লেডিরা। আশা সমর্থকরা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন