হোম রাজনীতি বাম জোটের নতুন কর্মসূচি ঘোষণা

বাম জোটের নতুন কর্মসূচি ঘোষণা

কর্তৃক Editor
০ মন্তব্য 116 ভিউজ

রাজনীতি ডেস্ক:

অন্যায়, অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও আগামীতে মূল্য সমন্বয়ের নামে প্রকারান্তরে নিয়মিত মূল্যবৃদ্ধির প্রচেষ্টার খবরে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাম গণতান্ত্রিক জোট। মূল্যবৃদ্ধি রুখে দিতে ১ মার্চ দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ ঘোষণা দেয়া হয়। বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়িয়ে তা জনগণের কাঁধে চাপানোর প্রচেষ্টা নেয়া হচ্ছে। সরকারের এই ভুলনীতি ও দুর্নীতির দায় সাধারণ জনগণ নেবে না। এর সঙ্গে দায়ীদের চিহ্নিত করে শাস্তি দেয়াই প্রধান কাজ।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরও বলেন, সরকার মুখে দাম কমানোর কথা বললেও যেসব সিন্ডিকেট ব্যবসায়ী এই মূল্যবৃদ্ধির অন্যতম হোতা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ, দুর্নীতিমুক্তভাবে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলা, সার্বজনীন রেশন ব্যবস্থা ও সারাদেশে ন্যায্যমূল্যের দোকান চালু ছাড়া এই সংকটের সমাধান করা যাবে না। অথচ সরকার সে পথে হাঁটছে না।

তারা মনে করেন, দেশের উৎপাদিত ফসলের উৎপাদন মূল্য কমানো সারা দেশের কম খরচে চাঁদামুক্তভাবে পরিবহন ব্যবস্থা চালু এবং উৎপাদক ও ক্রেতা সমবায় গড়ে তোলার মধ্য দিয়েই স্বার্থ রক্ষা করতে হবে। মার্কেট ফান্টামেন্টালিজমের দর্শন থেকে বেরিয়ে না আসতে পারলে এই সমস্যার সমাধান করা যাবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন