হোম ফিচার বাবার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ করা হলোনা স্বরূপকাঠির শরীফের

পিরোজপুর অফিস :

বাবার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ করার জন্য বাড়িতে আসার পথে বুধবার দুপুরে শিমুলিয়া – বাংলাবাজার নৌরুটে এনায়েতপুরী নামে একটি ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের ছাত্র শরীফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত শরীফ পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরমকাঠি গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে। এলাকাবাসি সুত্রে জানা গেছে, পড়ালেখার পাশাপাশি শরীফ তার বড় ভাই আলামিনের ঢাকার সাভারের ফার্নিচার ব্যবসা দেখাশুনা করতেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে মধ্যে শরীফ সকলের ছোট।

মাস খানেক আগে তার পিতা আব্দুল জব্বার মারা যান। ঈদের পরে তার বারার নামে দোয়া অনুষ্ঠান ও মায়ের সাথে ঈদ উদযাপন করতে বাড়িতে আসার পথে ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৩মে) সকাল ১১ টায় বাড়ি সংলগ্ন মসজিদে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারকের দৃশ্যের সৃষ্টি হয়। পুরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন