হোম জাতীয় বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড

জাতীয় ডেস্ক :

টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাহমিদা কাদের এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হাসমত আলী (৪২) ঘাটাইল উপজেলার রামদেবপুর হেংগারচালা গ্রামের ছামেদ আলীর ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস আকবর খান জানান, হাসমত আলী ২০২০ সালের ১৭ অক্টোবর রাত ৯টার দিকে তার বাবা ছামেদ আলীর কাছে নেশা করার জন্য টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকার করলে হাসমত তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এ সময় হাসমতের মা হাসনা বেগম এগিয়ে এলে তাকেও ধাওয়া করে ছেলে।

একপর্যায়ে বাড়িতে থাকা কোদাল দিয়ে ছামেদ আলীর গলা, মাথা ও ঘাড়ে কুপিয়ে তাকে হত্যা করে ছেলে। পরে মা হাসনা বেগমকে কোপাতে গেলে এলাকার লোকজন এসে হাসমতকে ধরে ফেলে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

পরদিন হাসমতের মা বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় হাসমতকেই একমাত্র আসামি করা হয়। তদন্ত শেষে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান ২০২০ সালের ২৯ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক আজ তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।

গ্রেফতারের পর থেকেই হাসমত আলী জেলহাজতে ছিলেন। মঙ্গলবার তাকে আদালতে আনা হয়। রায় ঘোষণার পর তাকে ফের জেলহাজতে পাঠানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন