হোম জাতীয় বাবাকে বাঁচাতে গিয়ে কলেজছাত্র নিহত

জাতীয় ডেস্ক :

মাগুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় বাবাকে বাঁচাতে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে প্রাণ গেল কলেজছাত্রের। এ সময় আহত হন আরও ৫ জন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বাবাকে বাঁচাতে নিজের প্রাণ বিসর্জন দিলেন রাজু শেখ। তার অকাল মৃত্যুতে পরিবারের আহাজারি আর কান্নায় ভারি হয়ে উঠেছে চারপাশ।

স্বজনরা জানান, শ্রীপুরের তখলপুর গ্রামে গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত সাবেক মেম্বার আব্দুর রউফ ও বিজয়ী মেম্বার মকবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দফায় দফায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষও হয়। সোমবার সন্ধ্যায় মকবুলের সমর্থক আখতার হোসেন দোকানে বসে ছিলেন।

তারা জানায়, এ সময় রউফের সমর্থক ফারুক হোসেন ও দাউদ জর্দার সেখানে গিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে আখতার দৌড়ে বাড়ির কাছে পালিয়ে যায়। ঘাতকরাও ধাওয়া করে সেখানে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে তাকে। এ সময় বাবাকে মারতে দেখে ছেলে রাজু শেখ এগিয়ে গেলে তার মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক কৃষ্ণ পদ গাইন।

নিহত রাজু শেখ ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন