বিনোদন ডেস্ক:
বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে চলেছেন জাস্টিন ও হেইলি দম্পতি। যদিও জাস্টিন বা হেইলি কেউই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে আলোকচিত্রীদের চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তাদের ক্যামেরায় ধরা পড়ল হেইলির মা হওয়ার বিষয়টি।
পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি জাস্টিনের সঙ্গে একটি অনুষ্ঠানে যান হেইলি। অনুষ্ঠানে কালো ক্রপ টপ ও প্যান্ট পরনে ছিলেন হেইলি। স্বাভাবিকভাবেই নজরে পড়ে যায় গায়ক পত্নীর মা হওয়ার আকারটি।
তবে অনুষ্ঠান শেষে বাইরে বের হবার সময় আলোকচিত্রীদের দেখে স্ত্রী হেইলিকে আড়াল করার চেষ্টা করেন জাস্টিন। এ দম্পতি না চাইতেও আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে হেইলির মা হওয়ার আকার।
এদিকে কিছুদিন আগে জাস্টিন এক সাক্ষাৎকারে বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার তার প্রত্যাশা পূরণ হতে চলেছে।
চতুর্থ বিবাহবার্ষিকীতে হেইলি জানিয়েছিলেন, তাদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তার (হেইলি) বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তারা।
২০১৮ সালে মডেল হেইলিকে বিয়ে করেন জাস্টিন। এর আগে ২০১০ সাল থেকে দীর্ঘ ৮ বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন এবং সেলেনা গোমেজের।