হোম আন্তর্জাতিক বাবরি মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী

বাবরি মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী

কর্তৃক Editor
০ মন্তব্য 53 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণের এলাকায় প্রতিদিন ভিড় করছেন হাজারো মুসলিম দর্শনার্থী। অনেকে অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষ এই মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই এলাকাটি কার্যত মুসলিম দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে আসছেন অসংখ্য মানুষ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশকে বাড়তি ফোর্স মোতায়েন করতে হয়েছে।

১২ নম্বর জাতীয় সড়ক ঘেঁষে এই মসজিদ নির্মাণ করা হবে। ফলে খুব সহজেই বাস যাত্রীরাও এসে নামাজ আদায় করতে পারবেন। অনেকে এরইমধ্যে এখানে গড়ে ওঠা অস্থায়ী মসজিদে নামাজ আদায় করছেন।

বিভিন্ন প্রান্ত থেকে যাওয়া মানুষরা বলছেন, আমরা নিজেদের টাকায় মসজিদ নির্মাণ করছি। কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। এরকই আরেকজন বলছেন, আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করলাম যেন সুষ্ঠভাবে সরলভাবে আমাদের এই মসজিদটা হয়।

মসজিদ নির্মাণের স্থানে প্রতিদিন অসংখ্য মানুষের সমাগমে গড়ে উঠেছে একটি অস্থায়ী মেলা প্রাঙ্গণও। বিক্রি হচ্ছে বাবরি মসজিদের স্টিকার, টি-শার্টও।

ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক-দুটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯৯২ সালে ৬ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার ৩৩ বছর পর, চলতি মাসের ৬ তারিখ বেলডাঙার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন