হোম জাতীয় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ, যেভাবে উদ্ধার ঢাবি শিক্ষার্থী

জাতীয় ডেস্ক:

বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে অপহরণ ও ব্ল্যাকমেইলের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরে জরুরি সেবা নম্বর- ৯৯৯-এ কল দিয়ে সহায়তা চাইলে উদ্ধার হন ওই ছাত্র। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১৪ জুন) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়-৭১ হল থেকে ইতিহাস র্থীবিভাগের এক শিক্ষা ৯৯৯ নম্বরে ফোন দেন। তিনি জানান তার হলের এক জুনিয়র শিক্ষার্থী মঙ্গলবার রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে মালিবাগ গিয়েছিলেন।

পরে ভোররাতের দিকে তারা জানতে পারেন, ওই শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে। তার ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু তার ফেসবুক মেসেঞ্জার থেকে পরিচিতজনদের কাছে টাকা চেয়ে বার্তা দেয়া হচ্ছিল।

মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থী জানিয়েছেন তাকে খুব মারধর করা হয়েছে এবং উলঙ্গ করে ছবি তোলা হয়। অপহরণকারীরা তার কাছে এক লাখ টাকা চেয়েছে। এ অবস্থায় কলার পুলিশি সহায়তার অনুরোধ জানান।

এ ঘটনা খিলগাঁও থানাকে অবহিত করা হয়। তথ্য-প্রযুক্তির ব্যবহারে অপহরণ ও ব্ল্যাকমেইলের শিকার শিক্ষার্থীর অবস্থান রাজধানীর গোড়ানে শনাক্ত হয়। পরে পুলিশের একটি দল ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতার দুই জন দীন ইসলাম ও সাইফুল ইসলাম অপূর্ব।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন