হোম চট্টগ্রামবান্দরবান বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

কর্তৃক Editor
০ মন্তব্য 18 ভিউজ

অনলাইন ডেস্ক:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি যুবক।

শুক্রবার (২৪ জানুয়ারি) উপজেলার ফুলতলী এবং লেম্বুছড়ি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলী হোসেন (৩৫) এবং মো. রাসেল (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোসেন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এ সময় তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি দোছড়ি ইউনিয়নের ৪৯ নম্বর পিলারে মাঝামাঝি স্থানে মুজিবুর রহমান এর ছেলে মো. রাসেল মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন