হোম অন্যান্যসারাদেশ বাজিতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল দুই ব্যাক্তির

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের বাজিতপুরে ট্রাকচাপায় সুমন ( ৪০) ও মারুফ (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ভৈরব- ময়মনসিংহ মহাসড়কের পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মোঃ মারুফ শাহ ও পিরিজপুর বাসস্ট্যাণ্ড এলাকার মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া।

জানা যায়, সোমবার সন্ধ্যায় তারা দু’জন মোটরসাইকেল করে বাড়িতে ফিরছিলেন পিরিজপুরে এলে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা সহ ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন