হোম বিনোদন বাজারের সবচেয়ে কম দামি জিনিসের নাম বললেন ওমর সানী!

বিনোদন ডেস্ক:

ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। বেশ কিছুদিন আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। এবার বাজারের সবচেয়ে কম দামি জিনিসের নাম জানালেন এই নায়ক।

ওমর সানী তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, বাজারে সবচেয়ে কম দামি জিনিসের নাম হচ্ছে, মানুষ।

এই পোস্টের পর একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘গরীবের খাবার ছিল আলুভর্তা ডাল ভাত, এখন আলুও কিনতে পারে না।’

আর একজন লিখেছেন, ‘সত্যিকারের মানুষ হিসাবে আপনি দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। কারণ আপনিই একমাত্র সিনেমা জগতের মানুষ যিনি কাউকে তেল না দিয়ে বাস্তবতা তুলে ধরেন। স্যালুট আপনাকে।’

উল্লেখ্য, দীর্ঘ দুই বছর বিরতির পর আবারো পর্দায় ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ‘ডেডবডি’ সিনেমায় কাজ করছেন তিনি। এতে ওমর সানী ছাড়া আরও অভিনয় করছেন শ্যামল মওলা, রাশেদ মামুন অপু ও মিষ্টি জাহান প্রমুখ। এ ছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে থাকছেন কলকাতার ছোটপর্দার অভিনেত্রী অন্বেষা রায় (এনি)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন