হোম অর্থ ও বাণিজ্য বাজারে অভিযানের নামে হয়রানির অভিযোগ ব্যবসায়ী নেতাদের

বাজারে অভিযানের নামে হয়রানির অভিযোগ ব্যবসায়ী নেতাদের

কর্তৃক Editor
০ মন্তব্য 104 ভিউজ

বাণিজ্য ডেস্ক:

দেশে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ অন্যান্য সংস্থার অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে দাবি করে এ ধরনের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন ভোগ্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ী নেতারা।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার রাজধানীর মৌলভীবাজারে অবস্থিত মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে এ দাবি জানান ব্যবসায়ী নেতারা। এ সময় দেশের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের ৪৪টি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মো. বশিরউদ্দিন বলেন, বাজারে অভিযান চালানোর নামে যেন ব্যবসায়ীদের বিব্রত না করা হয়। অভিযান চালাতে হলে আগে ব্যবসায়ী সমিতিকে অবহিত করতে হবে। ব্যবসায়ী সমিতির তরফে প্রশাসনকে সহযোগিতা করা হবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক সিরাজুল ইসলাম বলেন, যারা অনিয়ম করছে তাদের বিচার করেন। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের হয়রানি করা যাবে না।

চিনি ব্যবসায়ী সমিতির নেতারা বলেন, বাজারে চিনির দাম নির্ধারণ করে দিতে হবে। প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে চোরাচালানের চিনি প্রবেশ বন্ধ করতে হবে। দাম নিয়ন্ত্রণ না করে জরিমানা হয়রানি করে কোন লাভ হবে না।

ব্যবসায়ীদের সমালোচনার জবাবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এই এম সফিকুজ্জামান বলেন, বাজারে পণ্যের কোন অভাব নেই। সমস্যা সরবরাহের। মৌলভীবাজার দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। আমরা এখানে এসেছি ব্যবসায়ীদের সঙ্গে খোলামেলা কথা বলে তাদের বক্তব্য শুনতে। আমরা ব্যবসায়ীদের প্রতিপক্ষ নই। বাজারে আমরাও অভিযান চালাতে চাই না। আমাদের জন্যও বিষয়টি অপ্রীতিকর।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আগামীতে ব্যবসায়ীদের প্রতিনিধি ছাড়া ভোক্তা অধিকার বাজারগুলোতে কোন অভিযান পরিচালনা করবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে ব্যবসায়ীদের অহেতুক হয়রানি করা হবে না।’

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আবুল হোসেন, স্থানীয় সংসদ সদস্য সোলায়মান সেলিম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন