হোম খেলাধুলা ‘বাজপাখি’ মার্টিনেজকে পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার

খেলাধূলা ডেস্ক:

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী এমি মার্টিনেজ। কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সারাবিশ্বের মতো বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কাছেও হিরো তিনি। দারুণ ক্ষিপ্রতার জন্য তাকে আদর করে নাম দিয়েছে বাজপাখি। সেই ‘বাজপাখি’ মারটিনেজ এখন ঢাকায়।

১১ ঘণ্টার সফরে ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোরে তিনি ঢাকায় পা রাখেন। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষককে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। এদিন মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পরে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানান, পৃষ্ঠপোষক কোম্পানির পক্ষ থেকে তাকে বেশকিছু উপহার সামগ্রী দেওয়ার কথা।

মার্টিনেজকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাজপাখি। ভক্তসমর্থকরা তাকে আদর করে বাজপাখি বলে ডাকেন। তাই উপহার হিসেবে সেই পাখিই দেওয়া হয় তাকে। উপহার পেয়ে দারুণ খুশি মার্টিনেজও। বাজপাখি নামটিও তার পছন্দ হয়েছে বলে জানান।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

শুধু বাজপাখিই নয়, আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেওয়া হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারকও। বঙ্গবন্ধুর বই দেওয়া হয়েছে তাকে উপহার হিসেবে। দেওয়া হয়েছে নদীমাতৃক দেশের প্রতীক নৌকা। পাটের তৈরি একটি দেশীয় নৌকা দেওয়া হয় তাকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন