খেলাধূলা ডেস্ক:
পরপর তিন ম্যাচে হারের পরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। এর আগে ওমান, স্কটল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে হার দেখেছে আইরিশ বাহিনী।
মঙ্গলবার (২৭ জুন) ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয় আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে আয়ারল্যান্ড। জবাবে ৩৯ ওভারে ২১১ রান তুলতেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। তাতে ১৩৮ রানের বড় জয় পায় আইরিশরা।
তবে এই বড় জয় তাদের তেমন একটা কাজে আসবে না। ইতোমধ্যে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড অনেকটাই এগিয়ে রয়েছে। আর সুপার সিক্সের লড়াইয়ে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে।
এ দিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আমিরাত। ব্যাটিংয়ে নেমে দলীয় ৪১ রানে ধাক্কা খায় আয়ারল্যান্ড। ২৮ বলে ২৪ রান করা আইরিশ ওপেনার অ্যান্ডি ম্যাকব্রাইন সনজিত শর্মার বলে আউট হন। এরপরে অবশ্য ঘুরে দাঁড়ায় দলটি। আইরিশ দলপতি অ্যান্ডি বালবির্নি ও ওপেনার পল স্টার্লিং মিলে গড়ে তোলেন অপ্রতিরোধ্য জুটি। ১৭৮ বলে ১৮৪ রান তোলার পরে এই জুটি ভাঙলেও রানের মজবুত ভিত গড়ে তোলে আয়ারল্যান্ড।
শেষ পর্যন্ত ৪ উইকেটে বিনিময়ে ৩৪৯ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৬২ রান করেন ওপেনার পল স্টার্লিং। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সনজিত শর্মা।
৩৫০ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই হয় আমিরাতের। তবে ৫৮ রানে প্রথম উইকেটের পতন হলে নিয়মিত বিরতিতে উইকেট হারতে থাকে দলটি। মাঝে সনজিত শর্মা ও বাসিল হামিদ ৮৬ বলে ৭০ রানের জুটি গড়ে তুললেও সেটি জয়ের জন্য পর্যাপ্ত ভূমিকা রাখেনি। ১৭৯ রানে বাসিল আউট হলে আমিরাতের ইনিংস থামে ২১১ রানে। তাতে ১৩৮ রানে হারে দলটি। এ নিয়ে টানা চতুর্থ হারের স্বাদ পেল আমিরাত।
