খুলনা অফিস :
বাগেরহাটের রামপাল থেক অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ খুলনা। মঙ্গলবার গোপন সংবাদের অভিযান চালিয়ে ভাগা এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, বাগেরহাট জেলার রামপাল থানাধীন ভাগা বাজার পল্লি-বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালায় র্যাব।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় বাগেরহাট সদরের ভট্টবালিয়াঘাটা এলাকার আ: রশিদ শেখের ছেলে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসী মোঃ মাসুদ শেখকে আটক করে। এ সময় আসামীর দেহ তল্লাশী করে তার হাতে থাকা একটি বাজারের ব্যাগের মধ্যে হইতে ০১টি পাইপগান , ০৩ রাউন্ড শটগানের তাজা কার্তুজসহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় দীর্ঘদিন যাবত গোপনে অবৈধ অস্ত্র গোলাবারুদ নিজ দখলে রেখে বিভিন্ন অবৈধ কাজ করে আসছে। রামপাল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে ।