মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি)সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে, ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালনের লক্ষ্যে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি, চিত্রাংকণ, বিতর্ক ও ৭ই মার্চের ভাষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস, সহকারী শিক্ষা অফিসার শর্মিষ্ঠা মন্ডল ও ললন মন্ডল।
অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ, সিনিয়র শিক্ষিকা শাহানারা পারভীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। উপস্থাপনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন। প্রতিযোগিতায় উপজেলাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত শিক্ষার্থীগন অংশগ্রহন করে।
s
