বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ৭দিনের লকডাউন যথাযথভাবে পালনের ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গতকাল ২৩জুন করোনা প্রতিরোধে জেলা মনিটরিং কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত মোতাবেক বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিজুর রহমান সমগ্র বাগেরহাট জেলায় ৭দিনের লকডাউন ঘোষনা করেন এবং আজ বৃহস্পতিবার (২৪জুন) ভোর ৬টা থেকে বুধবার (৩০জুন) মধ্যরাত পর্যন্ত সার্বিক কার্যাবলি ও চলাচলে নানা বিধি-নিষেধ আরোপ করেন। উক্ত বিধি নিষেধ মোল্লাহাটে যথাযথ ভাবে বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন উপজেলা সদরের গাড়ফা বাজার, বাসস্টপেজ, খেয়াঘাট, মহাসড়কসহ প্রধান প্রধান জনসমাগম স্থানে মাস্ক বিতরণ, করোনা ভাইরাসের ভয়াবহতার ব্যাপারে সকলকে অবহিতকরণ, জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচার কার্যক্রম ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে, স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ৪জন ব্যক্তির বিরুদ্ধে ৪টি মামলা দায়ের করে ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান ২য় ঢেউয়ে বাগেরহাটসহ আশপাশের বেশ কয়েকটি জেলা ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাই ২য় ঢেউ মোকাবেলায় লকডাউন পালনে ও স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন। এদিকে গতকাল মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯জনের নমুনা পরিক্ষা করে ৬জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উল্লেখ্য, ২য় ঢেউয়ে গত এপ্রিল মাস থেকে এ পর্যন্ত মোল্লাহাটে ৩৭জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে ২জন মারা গেছে, ১৪জন চিকিৎসাধীন রয়েছে এবং ২১জন রোগী সুস্থ হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল আওয়াল।
