হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে মামা বাড়ির পুকুরে পড়ে একটি কন্যা শিশুর মর্মন্তিক মৃত্যু,পরিবারে শোকের ছায়া

বাগেরহাটের মোল্লাহাটে মামা বাড়ির পুকুরে পড়ে একটি কন্যা শিশুর মর্মন্তিক মৃত্যু,পরিবারে শোকের ছায়া

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে মামা বাড়ীর পুকুরের পানিতে পড়ে এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম তানিয়া, তার বয়স ৫বছর। দূর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে-উপজেলাধীন আটজুড়ি ইউনিয়নের কামারগ্রাম কাঠালতলা এলাকার বদির শেখের শিশুকন্যা তানিয়া মায়ের সাথে গত শুক্রবার তার নানার দোয়া অনুষ্ঠানে যোগ দিতে বড়গুনি মামার বাড়ি যায়। আজ দুপুর ১২টার দিকে তাকে আশে পাশে দেখতে না পেয়ে সবাই খুজতে থাকে, এ সময় বাড়ির পাশে পুকুরের পানিতে তানিয়াকে ভাসতে দেখে দ্রুত তাকে পানি থেকে তুলে প্রাথমিক ভাবে পেট থেকে পানি বের করে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা করে তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় তানিয়ার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন