হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার(২৮জুলাই) সকালে ভ্রাম্যমান আদালতে একজন মাদক কারবারীর কারাদন্ড হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে উপজেলাধীন উদয়পুর ইউনিয়নের আস্তাইল গ্রামে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ এর নেতৃতে থানার অফিসার ও সংগীয় ফোর্সসহ মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় উক্ত গ্রামের ইব্রাহিম শিকদারের পুত্র বাদশা শিকদার (৩২) কে নিজ এলাকা হতে মাদক (গাঁজা) সেবন কালে গ্রেফতার করা হয়। তাহার শরীর তল্লাশী কালে সেবনের উদ্দেশ্যে রাখা আরো ০৪ (চার) পুরিয়া গাঁজা পাওয়া যায়। বাদশা একজন চিহ্নিত মাদক সেবী এবং পেশাদার মাদক ব্যবসায়ী।

সে ইতোপূর্বে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৫ কেজি গাঁজা সহ গ্রেফতার হয়, উক্ত থানায় তাহার নামে মামলা হয়। যাহার নম্বর-১৯, তারিখ-১৩/০২/২১ইং। যেহেতু আসামী একাধারে মাদক সেবী এবং মাদক ব্যবসায়ী। বিষয়টি বিবেচনায় সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল আসামীকে ১বছর ২ মাসের কারদন্ড প্রদাান করেন। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে ওসি সোমেন দাশ প্রতিবেদককে জানান, আমি যতদিন এ থানায় দায়িত্ব পালন করবো, এসময় মাদক কারবারীদের মাদক ব্যবসা, মাদক সেবন ছাড়তে হবে অথবা মোল্লাহাট ছাড়তে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন