হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একজন হেফাজতকর্মী আটক।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে হেফাজত নেতা মামুনুল হকের গ্রেফতারের প্রতিবাদে তার সমর্থকদের একটি ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা মামলায় আরও একজন হেফাজতকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হেফাজতকর্মী সদর ইউনিয়নের আস্তাইল গ্রামের ওমেদ সরদারের পুত্র মনির সরদার(৩৫)। গোপন সংবাদের ভিত্তি¡তে মোল্লাহাট থানা পুলিশ বুধবার রাতে তার বাড়ি থেকে মনিরকে গ্রেফতার করেছে। এপর্যন্ত উক্ত মামলায় ৩জনকে গেফতার করা হলো । উল্লেখ্য গত সোমবার (১৯এপ্রিল) হেফাজত নেতা মামুনুল হকের গেফতারের প্রতিবাদে তার সমর্থক ও আত্বীয়স্বজন মিলে হাসপাতাল মোড়ে একটি ঝটিকা মিছিল বের করার চেষ্টা করে। থানা পুলিশের বাধায় মিছিলটি পন্ড হলেও মিছিল কারীরা অতর্কিতভাবে পুলিশের ওপর ইট/পাটকেল নিক্ষেপ করে। এসময় পুলিশের নেতৃত্বে থাকা থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর, এস আই আবু হাসান, এস আই মামুন, এসআই ঠাকুর দাস ও এ এস আই বাহারুল হক আহত হয়। এ ঘটনায় ঐদিন রাতেই এজহারভুক্ত ২৭জনসহ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ১৪৩, ৩৩২, ১৫৩ ও ১১৪ ধারায় একটি মামলা দায়ের করে, মামলা নং ১০। থানা পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজ এবং তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

 

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন