মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, বৃহস্পতিবার সকাল ১০টায়, স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে, জলবায়ু পরিবর্তন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস। সঞ্চালনা করেন ডাঃ ইকরাম হোসেন।
উপস্থিত ডাঃ আশরাফ উদ্দিন, ছিলেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা আবুল হাসান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ আব্দুল আওয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম মিজানুর রহমান, নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, পরিসংখ্যান কর্মকর্তা সুশান্ত কুমার মহন্ত, রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর রিপন বালা, ওসিএলএসডি মমতাজ বেগম, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়কারী অভিজিৎকুমার, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, প্রকল্পের সমন্বয়কারী সহ বিভিন্ন পেশার স্টেকহোল্ডার গন।
প্রশিক্ষনে জলবায়ু পরিবর্তনের ফলে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
s
