হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিানময় সভা অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মৎস্য অফিসের আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ও মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা(ভাঃপ্রাঃ) মোঃ মাসুম খান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক মোঃ জেহাদ আলী, মুসা কালিম উল্লাহ, এম এম জাকির হোসাইন, আব্দুল্লাহ ফারুক, মাসুদ মীর, মেরিন ফেসারিজ অফিসার মোঃ রুম্মান সাব্বির, ক্ষেত্র সহকারী বরুণ কুমার মন্ডল প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন