হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে গভীর রাতে ৩টি মিষ্টির দোকান আগুনে পুড়ে গেছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে শুক্রবার(৬ মে) দিবাগত রাতে আবুল খায়ের( মোল্লাহাট সেতুর) দক্ষিনপ্রান্তের ওভারব্রীজ সংলগ্ন এলাকায় রাত আনুমানিক আড়াইটার দিকে সুনিলের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৩টি মিষ্টির দোকান পুড়ে গেছে। ৩টি দোকানে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মোল্লাহাট ওভারব্রীজ সংলগ্ন সুনীলের মিষ্টির দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে সে আগুন পার্শ্ববর্তী প্রশান্ত মিষ্টান্ন ভান্ডার ও প্রসেনজিৎ মিষ্টান্ন ভান্ডারে ছড়িয়ে পড়ে। এসময় এলাকার লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, এক পর্যায়ে নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন খবর পেয়ে দ্রুত সময়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং আধা ঘন্টা চেষ্টা করে তারা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান যে, খবর পাওয়ার সাথে সাথে দ্রæত ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিস টিম আধা ঘন্টা চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে, যার কারনে পার্শ্ববর্তি দোকনে আগুন ছড়াতে পারেনী। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি কিন্তু ৩টি মিষ্টির দোকান পুড়ে গেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন