হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে কৃষক/কৃষাণী প্রশিক্ষন অনুষ্ঠিত।

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার(১সেপ্টেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে, পল্লি উন্নয়ন মিলনায়তনে ২দিন ব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষন শুরু হয়েছে।

অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় ৩০জন কৃষক ও কৃষাণী এ প্রশিক্ষনে অংশগ্রহন করছে। এরমধ্যে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী ১৬জন প্রশিক্ষন নিচ্ছেন।

প্রথম দিন খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে সবজি ও ফল চাষের গুরুত্ব, সবজি পুষ্টি বাগান স্থাপনে কালিকাপুর মডেলের লে-আউট এবং বিস্তারিত কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়।

প্রথমদিন প্রশিক্ষন প্রদান করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার কৃষিবীদ মোঃ মোতাহার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন, কৃষি অফিসার অনিমেষ বালা, কৃষি সম্প্রসারন অফিসার কপিল বিশ্বাস ও শেখ সালমান জামান প্রমুখ। প্রশিক্ষন শেষে কৃষক/কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন জাতের ফলদ বৃক্ষের চারা ও শাক সবজির বীজ প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন