মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আজ বুধবার সকালে দাতা সংস্থা ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায়,কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড ও ওয়াটার এইড বাংলাদেশের টেকনিক্যাল সহযোগিতায় এবং উন্নয়ন সংগঠন জেজেএস ও রূপান্তর সংস্থার বাস্তবায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্প ক্রেইন এর আওতায় সেরা সেনিটারী উদ্যোক্তা হিসাবে ৬জনকে পুরস্কৃত করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস সেরা ৬জন উদ্যেক্তাকে এমটির মাধ্যমে ৯হাজার ৫শত টাকা, একটি রিং তৈরীর ডাইস, ২০টি স্যাটো প্যান, একজোড়া গাম্বুট, একজোড়া হ্যান্ডগেøাবস, ৩টি তথ্য সমৃদ্ধ বোর্ড ও একটি সাইন বোর্ড প্রদান করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপঃ সহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক দিলীপ কুমার, ওয়াটার এইড বাংলাদেশ এর প্রোগ্রাম ইঞ্জিনিয়ার র্যাভিন চাকমা, ক্রেইন প্রকল্পের প্রকল্ক সমন্বয়কারী খালেদা হোসেন মুন, এ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন কো-অর্ডিনেটর তসলিম আহম্মেদ টংকার, উপজেলা ওয়াশ এন্ড সি এস ও মোবিলাইজার মোঃ আব্দুল করিম।
আরও উপস্থিত ছিলেন সেনেটারী উদ্যোক্তা মোঃ জিয়া মোল্লা, আরোজ আলী সরদার, শহিদ মোল্লা, রোজিনা বেগম. আনছার আলী ও মোঃ রেজওয়ান মুন্সি প্রমুখ।