মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে শুক্রবার (১৭জুন) সকালে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, “ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন” প্রকল্পের আওতায় অবহিতকরণ ও পরিকল্পনা গ্রহন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন।
কী নোট স্পিকার হিসাবে মাল্টি মিডিয়ার মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কর্মসূচী পরিকল্পনা, বাস্তবায়ন ও এর সুবিধা সম্পর্কে ব্যাপক তথ্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
উক্তানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অধ্যাক্ষ এল জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএফএ’র সভাপতি শহিদ মেহেফুজ রচা। স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার অনিমেষ বালা।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল দেব বিশ্বাস, প্রকল্প মনিটরিং কর্মকর্তা ধীমান মজুমদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান মিয়া, মোল্লা মিজানুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও কৃষক প্রতিনিধিগন প্রমুখ।