মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে প্রান্তিক চাষিদেও মাঝে বিভিন্ন কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার(২৫ এপ্রিল) সকালে, উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে উন্নয়ন সহায়তা(ভর্তুকি) কার্যক্রমের আওতায় বোরো মৌসুমে কৃষিযন্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে উক্ত যন্ত্র বিতরণ করা হয় । অনুমোদনকৃত যন্ত্রের মধ্যে ছিলো ৩টি রিপার, ৬টি পাওয়ার থ্রেসার ও একটি সিডার।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও রুবিয়া বেগম। স্বাগত বক্তব্য দেন কৃষি অফিসার অনিমেষ বালা। আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, সালমান জামান, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন প্রমুখ।