হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

বাগেরহাটের মোল্লাহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত।

কর্তৃক Editor
০ মন্তব্য 108 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে আজ বুধবার (৯ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন, প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা, পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান, শীতবস্ত্র বিতরণ ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ও রুবিয়া বেগম। মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার, এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, মোল্লাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, উপজেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন আম্বিয়া জামান ও সমন্বয় কারী শাহানাজ পরভীন প্রমুখ। শ্রেষ্ঠ জয়িতা হিসাবে ১। আখিতারা খানম(অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন করেছে যে নারী) ২।

লক্ষী রানী সরকার (সফল জননী) ৩। যুথিকা বিশ্বাস(শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে যে নারী) ৪। মোসাঃ পলি বেগম ( নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোগে জীবন শুরু করেছে যে নারী) এবং ৫। লিমা শিকদার ( সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী) মোট ৫ জন পুরস্কার অর্জন করেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন