হোম অন্যান্যসারাদেশ বাগেরহাটে নগত সহায়তা পেলেন ২৫৯ অসহায় নারী

বাগেরহাটে নগত সহায়তা পেলেন ২৫৯ অসহায় নারী

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

বাগেরহাট অফিস :

বাগেরহাটে ২৫৯ জন অসহায় নারী পেলেন নগত অর্থ সহায়তা।হিজড়া, ঋষি সম্প্রদায়সহ অসহায় প্রত্যেক নারীকে ৫ হাজার করে নগদ অর্থ সহায়তা দেয়া হয়।

রোববার বিকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিযাম মিলনায়তনে করোনা ভাইরাস মহামারি প্রতিরোধে প্রান্তিক জনগোষ্ঠির জীবিকা নির্বাহের জন্য এই নগদ অর্থ সহায়তা কর্মসুচির নগত অর্থ তুলে দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসুচির আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে এসডিসি প্রকল্পের সহযোগিতায় সামাজিক দুরুত্ব বজায় রেখে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের কর্মকর্তা খন্দকার জিলানী হোসেন, জেলা সমন্বয়কারী আলমগীর হোসেন মিরু,সদর উপজেলা সমন্বয়কারী শিল্পী আক্তার প্রমুখ।

আয়োজকরা জানান, করোনা পরিস্থিতিতে পেশাহারা প্রান্তিক জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়, পরিছন্নতাকর্মী, ঋষি, অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শিশু প্রধান পরিবার, নারী প্রধান দুঃস্থ পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। বক্তারা বর্তমান পরিস্থিতিতে সরকারের পাশাপাশি এধরনে উদ্যোগের প্রসংশা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন