অনলাইন ডেস্ক:
বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র রেল রোডে দেওয়াল ভেঙে প্রবির কুমার সরকার নামে এক সোনা ব্যবসায়ীর দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
জুয়েলার্সের মালিক প্রবির কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। দোকানে কোন কর্মচারী নেই। তিনি নিজেই দেখভাল করতেন। দোকানে সিসি ক্যামেরা ছিল। এর কয়েকটি ক্যামেরা নষ্ট করেছে চোররা। শনিবার ভোর ৫টায় স্থানীয় বাড়ির এক লোক দোকানের পেছনে কাটা দেখে পাশের দোকানিকে জানান। তাদের মাধ্যমে খবর পেয়ে জুয়েলার্সের মালিক ঘটনাস্থলে আসেন।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুর ইসলাম বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করছেন। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।