বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলায় সাউথখালী অংশে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে নির্মাণাধীন বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বরিশালের শেখ হাসিনা সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মাদ জিয়াউর রহমান।
তিনি ঘূনিঝড় আমপানে ক্ষতিগ্রস্থ পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ পোল্ডারের ক্ষতিগ্রস্থ অংশে নির্মানাধীন রিংবাঁধ পরিদর্শণ করেন।বাঁধ নির্মান ও নদী রক্ষা কাজের বিভিন্ন বিষয় খোজ খবর নেন। ঠিকাদার ও বাধ তত্ত্বাবধায়নের কাজে নিয়োজিত সেনা কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আল মাসুম, বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। এর আগে বাঁধের পাশে বসবাসরত আম্পানে ক্ষতিগ্রস্থ ও করোনায় কর্মহীন ২০টি হত দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা দেন এই কর্মকর্তা।