হোম খুলনাবাগেরহাট বাগেরহাট-১ আসনের ফকিরহাটে জমে উঠেছে নির্বাচনী প্রচরণা

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাট-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে। ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী তিন উপজেলা নিয়ে বাগেরহাট-১ আসন। এই আসনে এবার ৬জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন।

এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি (নৌকা), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল), তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী আঁশ), বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম)-এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম), বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব প্রতিক) নিয়ে নির্বাচনে লড়ছেন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৬৭ জন। নির্বাচনে অন্য প্রার্থীদের মাঠে তেমন দেখা না গেলেও নৌকা প্রার্থীর সমর্থকেরা ব্যাপক প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছেন। নৌকার পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে গোটা ফকিরহাট। তবে অন্য প্রতিদ্বন্দী প্রার্থীদের তেমন পোষ্টার দেখা যাচ্ছেনা।

এদিকে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপির নৌকা প্রতীকের পক্ষে ফকিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে উঠান বৈঠক। ভোটারদের সাথে মতবিনিময় সহ লিফলেট বিতরণ করছেন দলীয় নেতা-কর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ বলেন, প্রতিটি ওয়ার্ডে নৌকার উঠান বৈঠক করছেন। ভোটারদের কাছে লিফলেট বিলি করছেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের সরকার উন্নয়নের সরকার। তাই এবারও বিপুল ভোটে নৌকার জয় হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন